ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বেগুন গাছের বড় শত্রু ছত্রাক। ছত্রাকের আক্রমণে বেগুন গাছের গোড়া পচা, গাছের গোড়া চিকন হয়ে যাওয়া, গাছের শিঁকড় নষ্ট হয়ে যাওয়াসহ কয়েক ধরণের রোগ থাকে। আসুন জেনে নিই বেগুন গাছের গোড়া পচা রোগের প্রতিকার।

বেগুন গাছের গোড়া পচা রোগের প্রতিকার সম্পর্কে জানতে কৃষি তথ্য সার্ভিসে ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন আবদুর রশিদ,  দক্ষিণ মামগ্রাম, বাগমারা, রাজশাহী থেকে।

কৃষি তথ্য সার্ভিসের দেওয়া সমাধান:

স্কেলোরোসিয়াম রফসি নামক ছত্রাকের আক্রমণ হলে বেগুন গাছে এ ধরনের রোগ হয়ে থাকে। বেগুন গাছের যে কোন বয়সে এ রোগটি হয়ে থাকে। সেক্ষেত্রে আক্রান্ত গাছ দেখা গেলে সাথে সাথে উঠিয়ে দূরবর্তী স্থানে মাটির নিচে পুঁতে ফেলা দরকার। আর অন্য বেগুন গাছগুলোতে মেনকোজেব ও কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম সঠিক নিয়মে মিশিয়ে আক্রান্ত বেগুন গাছে স্প্রে করলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়।

আরোও পড়ুন: বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের কৌশল

বেগুন গাছের গোড়া পচা রোগের প্রতিকার শিরোনামে সংবাদের তথ্য কৃষি তথ্য সার্ভিস থেকে নেওয়া হয়েছে।