চাষ ব্যবস্থাপনা করণীয় ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বেগুন গাছের গোড়া পচে যাওয়া এবং গাছ মারা যাওয়া বেগুন চাষিদের জন্য একটি প্রধান সমস্যা। এ কারনে চাষিদের অনেক সময় ক্ষতির মুখে পড়তে হয়। পাঠক আজ জানবো সহজে কিভাবে এ সমস্যার সমাধান করা যায়।

কারন: সস্কেলোরোসিয়াম রফসি নামক ছত্রাকের আক্রমন হলে বেগুন গাছে এ ধরনের রোগ হয়ে থাকে। বেগুন গাছের যে কোন বয়সে এ রোগটি হয়ে থাকে।

প্রতিকার: বাগানে আক্রান্ত গাছ দেখা গেলে সাথে সাথে উঠিয়ে দূরবর্তী স্থানে মাটির নিচে পুতে ফেলতে হবে। আর অন্য বেগুন গাছগুলোতে মেনকোজেব ও কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম সঠিক নিয়মে মিশিয়ে আক্রান্ত বেগুন গাছে স্প্রে করলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। সুত্র:কৃষিকথা