নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকা মহানগরীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খুচরা বাজারদর (মূল্য টাকায়) প্রকাশ করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)।

দেখা যায় ৭ দিনের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। অন্যদিকে কমেছে ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দাম। সেইসাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের রোববারের (২৫ সেপ্টেম্বর ২০২২) বাজারদরে ৩০টির বেশি পণ্যের দাম প্রকাশ করেছে টিসিবি।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কাওরান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার,শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজম পুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা, মীরপুর-১ নং বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

পড়তে পারেন: ৫ বছরের সর্বনিন্মে ভারতীয় পেঁয়াজের দাম

প্রকাশিত বাজারদরে দেখা যায়,আটা(খোলা), ময়দা(খোলা), হলুদ(দেশী), আদা(দেশী,আম), ডিম, লবঙ্গর মূল্য বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে চাল(সরু,মাঝারী), সয়াবিন(লুজ,বোতল), মশুর ডাল(বড় দানা), পিয়াজ(দেশী), রশুন (দেশী,আম), শুকনা মরিচ(দেশী), মুরগী ব্রয়লার, চিনি এর মূল্য হ্রাস পেয়েছে । এছাড়া অন্যান্য পণ্যের মূল্য অপরিবর্তীত রয়েছে।

পণ্যের নাম মাপের এককঅদ্যকার মূল্য(টাকায়)১সপ্তাহ পূর্বের মূল্য(টাকায়)
২৫/০৯/২২১৮/০৯/২২
চালসর্বনিম্নসর্ব্বোচ্চসর্বনিম্নসর্ব্বোচ্চ
চাল সরু (নাজির/মিনিকেট)প্রতি কেজি        ৬২          ৭৫           ৬২          ৭৫
চাল (মাঝারী)পাইজাম/লতাপ্রতি কেজি         ৫২         ৫৬           ৫২          ৫৮
চাল (মোটা)/স্বর্ণা/চায়না ইরিপ্রতি কেজি         ৪৬          ৫২           ৪৭          ৫২
আটা/ময়দা
আটা সাদা (খোলা)প্রতি কেজি         ৫০          ৫৫           ৪৮          ৫৫
আটা (প্যাকেট)প্রতি কেজি প্যাঃ         ৫৫          ৫৮           ৫৫          ৫৮
ময়দা (খোলা)প্রতি কেজি        ৬০         ৬৩           ৫৮          ৬২
ময়দা (প্যাকেট)প্রতি কেজি প্যাঃ        ৬৫          ৭৫           ৬৫          ৭৫
ভোজ্য তেল
সয়াবিন তেল (লুজ)প্রতি লিটার       ১৭০        ১৭৫          ১৭২         ১৭৫
সয়াবিন তেল (বোতল)৫ লিটার       ৯২৫        ৯৪৫         ৯৩০         ৯৪৫
সয়াবিন তেল (বোতল)১ লিটার       ১৮৫        ১৯২         ১৮৫         ১৯২
পাম অয়েল (লুজ)প্রতি লিটার       ১২৬        ১৩৫         ১২৬        ১৩৫
পাম অয়েল (সুপার)প্রতি লিটার       ১৪৫        ১৫০          ১৪৫         ১৫০
 ডাল
মশুর ডাল (বড় দানা)প্রতি কেজি         ৯০        ১০০           ৯৮         ১০৫
মশূর ডাল (মাঝারী দানা)প্রতি কেজি       ১১৫        ১২০          ১১৫         ১২০
মশুর ডাল (ছোট দানা)প্রতি কেজি       ১২৫        ১৩০          ১২৫        ১৩০
মুগ ডাল (মানভেদে)প্রতি কেজি         ৯৫        ১৩৫           ৯৫        ১৩৫
এ্যাংকর ডালপ্রতি কেজি        ৬০          ৭০           ৬০          ৭০
ছোলা (মানভেদে)প্রতি কেজি         ৭০          ৭৫           ৭০          ৭৫
আলু (মানভেদে)প্রতি কেজি        ২৩         ৩০           ২৩          ৩০
মসলাঃ
পিঁয়াজ (দেশী)প্রতি কেজি        ৩৮          ৪৫           ৪০          ৪৫
পিঁয়াজ (আমদানি)প্রতি কেজি        ৩০          ৪০           ৩০          ৪০
রসুন(দেশী) নতুন/পুরাতন)প্রতি কেজি        ৬০          ৯০           ৭০          ৯০
রসুন (আমদানি)প্রতি কেজি       ১১০        ১৩০          ১২০        ১৩৫
শুকনা মরিচ (দেশী)প্রতি কেজি       ৩৪০        ৪০০         ৩৫০         ৪৫০
শুকনা মরিচ (আমদানি)প্রতি কেজি       ৪৫০        ৫০০          ৪৫০        ৫০০
হলুদ (দেশী)প্রতি কেজি       ২৩০        ২৫০         ২২০         ২৪০
হলুদ (আমদানি)প্রতি কেজি       ১৮০        ২০০         ১৮০        ২০০
আদা (দেশী)প্রতি কেজি       ১৫০        ২১৫          ১৪০        ২০০
আদা (আমদানি)প্রতি কেজি         ৯০        ১৭০           ৮০         ১৫০
জিরাপ্রতি কেজি       ৪৫০        ৫৫০          ৪৫০        ৫৫০
দারুচিনিপ্রতি কেজি       ৪০০        ৪৭০          ৪২০         ৪৫০
লবঙ্গপ্রতি কেজি     ১,২০০      ১,৪৫০       ১,২০০      ১,৪০০
এলাচ(ছোট)প্রতি কেজি    ১,৮০০     ৩,০০০       ১,৮০০      ৩,০০০
ধনেপ্রতি কেজি       ১৩০        ১৬০         ১৩০        ১৬০
তেজপাতাপ্রতি কেজি       ১৫০        ২০০          ১৫০        ২০০
মাছ ও গোশত:
রুইপ্রতি কেজি       ২৫০        ৩৫০         ২৫০        ৩৫০
ইলিশপ্রতি কেজি       ৬০০      ১,৪০০         ৬০০      ১,৪০০
গরুপ্রতি কেজি       ৬৫০        ৭০০         ৬৫০         ৭০০
খাসীপ্রতি কেজি       ৮৫০        ৯৫০         ৮৫০        ৯৫০
মুরগী(ব্রয়লার)প্রতি কেজি       ১৬০        ১৭০         ১৬৫         ১৭৫
মুরগী (দেশী)প্রতি কেজি       ৪৫০        ৫৫০          ৪৫০        ৫৫০
গুড়া দুধ(প্যাকেটজাত)
ডানো১ কেজি       ৮০০        ৮৫০         ৭৮০        ৮১০
ডিপ্লোমা (নিউজিল্যান্ড)১ কেজি       ৮০০        ৮৪০         ৭৬০        ৮০০
ফ্রেশ১ কেজি       ৬৯০        ৭১০         ৬৯০         ৭০০
মার্কস১ কেজি       ৭০০        ৭৯০          ৭০০         ৭২০
পণ্যের নাম মাপের এককঅদ্যকার মূল্য(টাকায়)১সপ্তাহ পূর্বের মূল্য(টাকায়)
২৫/০৯/২২১৮/০৯/২২
বিবিধঃসর্বনিম্নসর্ব্বোচ্চসর্বনিম্নসর্ব্বোচ্চ
চিনিপ্রতি কেজি        ৮৮          ৯০           ৯০          ৯৫
খেজুর(সাধারণ মানের)প্রতি কেজি       ১৫০        ৪০০          ১৫০         ৪০০
লবণ(প্যাঃ)আয়োডিনযুক্ত(মানভেদে)প্রতি কেজি        ৩৫         ৩৮           ৩৫          ৩৮
ডিম (ফার্ম)প্রতি হালি         ৪৭          ৫০           ৪৫          ৫০

সূত্র: টিসিবি

এগ্রিকেয়ার/এমএইচ