ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্বের তৃতীয় শীর্ষ ভুট্টা উৎপাদনকারী দেশ ব্রাজিলে ক্রমাগত বাড়তি ভুট্টার দাম। ইতোমধ্যে দেশটি ভুট্টার সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছে। ২০০৪ সালের পর গত ৩১ আগস্ট ব্রাজিলের বাজারে রফতানিযোগ্য প্রতি কেজি ভুট্টা ৬১ দশমিক ২৫ ব্রাজিলিয়ান রিয়েলে (স্থানীয় মুদ্রা) বিক্রি হয়েছে।

তবে, দাম বাড়তির কারণে রফতানিতে ধস নামার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা। ক্রমাগত দাম বাড়ার কারনে ব্রাজিলের ভুট্টার প্রতি আমদানিকারকদের আগ্রহ কমে যেতে পারেেএ অবস্থায় তারা তুলনামূলক সস্তায় বিকল্প বাজার খুঁজতে শুরু করবেন বলে খবর প্রকাশ করেছে এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

ভুট্টা রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। মূল্যবৃদ্ধির জের ধরে ব্রাজিল থেকে এবারের মৌসুমে ভুট্টা রফতানি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে ভুট্টার ২০২০-২১ বিপণন মৌসুম শুরু হয়েছে দেশটিতে।

এবারের মৌসুমে ব্রাজিল থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ কোটি ১০ লাখ টন থেকে সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ টন ভুট্টা রফতানির সম্ভাবনা রয়েছে।

আগের মৌসুমে দেশটি থেকে মোট ৪ কোটি ১১ লাখ টন ভুট্টা রফতানি হয়েছিল। সেই হিসাবে, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জের ধরে এবারের মৌসুমে ব্রাজিল থেকে ভুট্টা রফতানি কমতে পারে প্রায় এক কোটি টন।

ব্রাজিলে ভুট্টার সর্বোচ্চ দামের রেকর্ড শিরোনামে সংবাদের তথ্য বণিক বার্তা থেকে নেওয়া হয়েছে।