আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: গম উৎপাদনে বৈশ্বিক তালিকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো শীর্ষে অবস্থান করছে। আর ইউরোপের এসব দেশগুলোয় উৎপাদিত গমের উল্লেখযোগ্য একটি অংশ জোগান দেয় ব্রিটেন।

চলতি বছর শেষে ব্রিটেনে কৃষিপণ্যটির উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় প্রায় দেড় লাখ টন কমতে পারে। ব্রিটেনের মিনিস্ট্রি অব ফার্মের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ব্রিটেনে সব মিলিয়ে ১ কোটি ৪০ লাখ ৯০ হাজার টন গম উৎপাদনের প্রাক্কলন করা হয়েছিল। তবে চলতি বছর শেষে দেশটিতে মোট ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টন গম উৎপাদন হতে পারে। সেই হিসাবে চলতি বছর ব্রিটেনে প্রাক্কলনের তুলনায় ১ লাখ ৪০ হাজার টন কম গম উৎপাদন হতে পারে।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ২০১৭ সালে ব্রিটেনে মোট ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টন গম উৎপাদন হয়েছিল। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ব্রিটেনে কৃষিপণ্যটির উৎপাদন কমতে পারে ৮ লাখ ৯০ হাজার টন। সূত্র: বণিক বার্তা।