ফসল ডেস্ক এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পক্ষ থেকে পোর্টেবল সোলার প্যানেল ফর মাল্টিপারপোস ইউস (portable Solar panel for multipurpose Use) শীর্ষক মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্রি’র সেচ ও পানি বিভাগ কর্তৃক আয়োজিত এ মাঠ প্রদর্শনী ব্রির পশ্চিম বাইদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: আনছার আলী এবং ব্রির পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য।

আরো উপস্থিত ছিলেন ব্রির বিভাগীয় প্রধানগন ও বৈজ্ঞানিক কর্মকর্তা/ কর্মচারী এবং শ্রমিকবৃন্দ। প্রদর্শনীতে ২.৫৬ কি.ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ভ্রাম্যমান সোলার প্যানেলের সাহায্য ১.৫ কি.ওয়াট (২ অশ্ব শক্তি) ক্ষমতা সম্পন্ন সেন্ট্রিফিউগাল পাম্প এবং ১টি ব্রি মাড়াই যন্ত্র প্রদর্শন করা হয়। তথ্য ও ছবি: ব্রি’র ফেসবুক পেজ ব্রি নেটওয়ার্কস থেকে নেয়া।