উত্তরাঞ্চলে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের

আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের যেসব অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। সেই সাথে বিস্তার লাভ করার সম্ভাবনাও রয়েছে। বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ বিস্তারের সম্ভাবনা, মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া দেশের প্রায় সব জায়গায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি, ২০২০) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য প্রকাশ করেছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শৈত্যপ্রবাহ বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগসমূহ, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়ার বিস্তারিত তথ্য নিচের ছবিতে তুলে ধরা হলো।