ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ভারতে করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ছাড়িয়ে গেছে। তবে নতুন আক্রান্তের সংখ্যা কমেছে বলে দাবি দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যবিভাগ। গতকাল এই সংখ্যাটা ছিল ৭০ হাজারের কাছাকাছি। আজ তা ৬৮,৮৯৮।অপরদিকে, দৈনিক সুস্থের সংখ্যায় নতুন রেকর্ড ৬২,২৮২ হয়েছে আজ।

কেন্দ্রীয় স্বাস্থ্যবিভাগের তথ্য অনুযায়ী, সারাদেশে কোভিড থেকে সেরে উঠেছেন সাড়ে ২১ লক্ষেরও বেশি মানুষ।সুস্থতার হার বাড়তে বাড়তে ৭৪.৩০ শতাংশে পৌঁছেছে। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা মোট আক্রান্তের মাত্র ২৩.৮২ শতাংশ। ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্থতার হার ৫০ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় ৯৮৩ জনের মৃত্যু হলেও সার্বিক ভাবে মৃত্যুহার নেমে এসেছে ১.৮৯ শতাংশে। তবে আন্তর্জাতিক সমীক্ষায় ভারতে মৃতের মোট সংখ্যা আজ রাতে ৫৫ হাজার পেরিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, টানা গত ১৭ দিন ধরে রোজ সব চেয়ে বেশি রোগী বেড়েছে ভারতেই। মোট সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ, ভারতে তা ২৯ লক্ষ। প্রতি দু’দিনে এক লক্ষের বেশি রোগী বাড়ছে ভারতে। এই হার বজায় থাকলে সেপ্টেম্বরের গোড়ার দিকেই ভারত ব্রাজিলকে টপকে যেতে পারে বলে অনেকের আশঙ্কা।

কেন্দ্রীয় কর্তাদের একাংশ অবশ্য গোড়া থেকেই বলছেন যে, পরীক্ষা বাড়ছে বলেই সংক্রমিতের সংখ্যা কখনও কখনও লাফিয়ে বাড়ছে। সারা দেশের ১৫০৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষার সংখ্যা ৩.৩৪ কোটিরও বেশি।

ভারতে করোনা আক্রান্ত ২৯ লাখ ছাড়িয়ে শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।