অর্থ- বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: করোনা মহামারী ও বিভিন্ন দেশে প্রতিকূল আবহাওয়ার কারণে ভুট্টার উৎপাদন প্রাক্কলন কমলো ১ কোটি টন। ২০২০-২১ মৌসুমে বিশ্বজুড়ে প্রাক্কলন অনুযায়ী ভুট্টা উৎপাদন হবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)।

লন্ডনভিত্তিক আইজিসির সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়, ২০২০-২১ মৌসুমের জন্য ভুট্টার বৈশ্বিক উৎপাদন প্রাক্কলন এক কোটি টন কমিয়ে আনা হয়েছে। এর পরও ২০২০-২১ মৌসুমে বিশ্বজুড়ে কৃষিপণ্যটির উৎপাদন আগের মৌসুমের তুলনায় বেশি থাকবে বলে খবর প্রকাশ করেছে ওয়ার্ল্ডগ্রেইনডটকম ও এগ্রিমানি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে বিশ্বজুড়ে ১১৪ কোটি ৬০ লাখ টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির আগের প্রতিবেদনে ২০২০-২১ মৌসুমে ভুট্টার বৈশ্বিক উৎপাদন প্রাক্কলন ধরা হয়েছিল ১১৫ কোটি ৬০ লাখ টন। সেই হিসাবে নতুন প্রাক্কলনে কৃষিপণ্যটির সম্ভাব্য বৈশ্বিক উৎপাদনের পরিমাণ এক কোটি টন কমিয়ে এনেছে আইজিসি।

আরোও পড়ুন: ভারত থেকে ১০ হাজার টন ভুট্টা আমদানি

আইজিসির তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে বিশ্বজুড়ে ১০৯ কোটি ১০ লাখ টন ভুট্টা উৎপাদন হয়েছিল। ২০১৮-১৯ মৌসুমে কৃষিপণ্যটির বৈশ্বিক উৎপাদনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১১২ কোটি ৯০ লাখ টনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ভুট্টার বৈশ্বিক উৎপাদন বেড়েছে ৩ কোটি ৮০ লাখ টন। তবে পরের মৌসুমে ভুট্টার বৈশ্বিক উৎপাদনে মন্দা ভাব নেমে আসে। ২০১৯-২০ মৌসুমে কৃষিপণ্যটির বৈশ্বিক উৎপাদন ১১২ কোটি ৪০ লাখ টনে নেমে এসেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আইজিসি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বৈশ্বিক ভুট্টা উৎপাদন কমেছে ৫০ লাখ টন।

২০২০-২১ মৌসুমে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় ভুট্টা উৎপাদন সীমিত হয়ে আসতে পারে। এ সম্ভাবনা বিবেচনায় রেখে মৌসুমজুড়ে কৃষিপণ্যটির সম্মিলিত বৈশ্বিক উৎপাদন প্রাক্কলন কমিয়ে আনা হয়েছে। তবে এর পরও ২০২০-২১ মৌসুমে বৈশ্বিক ভুট্টা উৎপাদন আগের মৌসুমের তুলনায় বাড়তির পথে থাকতে পারে।

আরোও পড়ুন:  ‘আগামী পাঁচ বছরে ভুট্টার উৎপাদন কোটি টনে উন্নীত করা হবে’

্প্রতিবেদনে আরোও বলা হয়, ২০১৯-২০ মৌসুমে বিশ্বজুড়ে ভুট্টা ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ১১৫ কোটি ৩০ লাখ টনে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কৃষিপণ্যটির বৈশ্বিক ব্যবহার বাড়তে পারে ১ কোটি ৬০ লাখ টন। এর আগে ২০১৭-১৮ মৌসুমে ভুট্টার বৈশ্বিক ব্যবহারের পরিমাণ ছিল ১১১ কোটি ৬০ লাখ টন। ২০১৮-১৯ মৌসুমে কৃষিপণ্যটির বৈশ্বিক ব্যবহারের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১১৪ কোটি ৭০ লাখ টনে।

ভুট্টার উৎপাদন প্রাক্কলন কমলো ১ কোটি টন এদিকে করোনা মহামারীর মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে ভুট্টা আমদানিতে আগ্রাসী নীতি এগিয়ে নিচ্ছে চীন। এর জের ধরে ২০২০-২১ মৌসুমে দেশটি সব মিলিয়ে ১ কোটি ৬০ লাখ টন ভুট্টা আমদানি করতে পারে। আগের প্রতিবেদনে ২০২০-২১ মৌসুমে চীনে ভুট্টা আমদানির প্রাক্কলন ৮০ লাখ টন ধরেছিল প্রতিষ্ঠানটি। অর্থাৎ ২০২০-২১ মৌসুমে ভুট্টা আমদানি আইজিসির আগের প্রাক্কলনের তুলনায় দ্বিগুণ বাড়াতে যাচ্ছে চীন।

এগ্রিকেয়ার/এমএই্চ