চাষাবাদ ব্যবস্থাপনা ও করণীয় ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি মৌসুমে মাঠে চাষিরা ভুট্টা চাষ করছেন। দানাদার ফসলটির কান্ড পঁচা রোগ দমন নিয়ে বেশ বিপাকে পরতে হয় চাষিদের। ভু্ট্টার কান্ড পঁচা রোগ দমন পদ্ধতিটি নিচে তুলে ধরা হলো।

ভুট্টার কান্ড পঁচা রোগ দমন: বিভিন্ন প্রজাতির ছত্রাক যথা ডিপ্লোডিয়া মেডিস, ফিউজেরিয়াম মনিলিফরমি-এর কারণে এ রোগ ঘটে থাকে। প্রাথমিক লক্ষণ হিসেবে গাছের কান্ড পচে যায় এবং গাছ মাটিতে ভেঙ্গে পড়ে।

আমাদের দেশে খরিফ মৌসুমে এ রোগ বেশী হয়ে থাকে। জমিতে নাইট্রোজেনের পরিমাণ বেশী এবং পটাশের পরিমাণ কম হলে ছত্রাক জনিত কান্ড পঁচা রোগ বেশী হয়।

প্রতিকার:

১.  ছত্রাকনাশক ভিটাভেক্স-২০০ দিয়ে বীজ শোধন করে লাগাতে হবে। ২.  সুষম হারে সার ব্যবহার করতে হবে, বিশেষ করে নাইট্রোজেন ও পটাশ পরিমিত মাত্রায় প্রয়োগ করতে হবে।

৩.  ভুট্টা কাটার পর পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে। ৪.  শিকড় ও কান্ড আক্রমকারী পোকা-মাকড় দমন করতে হবে। ৫.  আক্রান্ত জমিতে অনুমোদিত ছত্রাকনাশক ২-৩ বার স্প্রে করতে হবে। সূত্র: কৃষি তথ্য সার্ভিস।

 

এগ্রিকেয়ার/এমএইচ