ফসল চাষাবাদ করণীয় ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মাঠে এখন ভুট্টার গাছ বেশ বড় হয়ে গেছে। এ সময়ে ভুট্টার পাতা ঝলসানো রোগ প্রকোপ দেখা দেয় বেশি। সঠিক পরিচর্যা ও পদক্ষেপে রোগটি সহজেই দমন করা যায়।

ভুট্টার পাতা ঝলসানো রোগ দমন: হেলমিনথোস পরিয়াম টারসিকাম ও হেলমিনথোস পরিয়াম মেইডিস নামক ছত্রাকদ্বয় এ রোগ সৃষ্টি করে। প্রথম ছত্রাকটি দ্বারা আমাদের দেশে ভুট্টার পাতা ঝলসানো রোগ বেশী হতে দেখা যায়।

লক্ষণ: হেলমিনথোস পরিয়াম টারসকাম দ্বারা আক্রান্ত গাছের নিচের দিকের পাতায় লম্বাটে ধূসর বর্ণের দাগ দেখা যায়। পরবর্তীতে গাছের উপরের অংশে তা বিস্তার লাভ করে। রোগের প্রকোপ বেশী হলে পাতা আগাম শুকিয়ে যায় এবং গাছ মরে যায়।

এ রোগের জীবাণু গাছের আক্রান্ত অংশে অনেক দিন বেঁচে থাকে। জীবাণুর বীজকণা বা কনিডিয়া বাতাসের সাহায্যে অনেক দূর পর্যন্ত সুস্থ্য গাছে ছড়াতে পারে। বাতাসের আদ্রতা বেশী হলে এবং ১৮-২৭ ডিগ্রী সে. তাপমাত্রায় এ রোগের আক্রমণ বেড়ে যায়।

প্রতিকার: ১. রোগ প্রতিরোধী জাতের (মোহর) চাষ করতে হবে।

২. আক্রান্ত ফসলে টিল্ট ২৫০ ইসি (০.০৪%) ১৫ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।

৩. ভুট্টা উঠানোর পর জমি থেকে আক্রান্ত গাছ সরিয়ে অথবা পুড়িয়ে ফেলতে হবে। সূত্র: কৃষি তথ্য সার্ভিস।