অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বছর ভুট্টা আমদানি কমতে পারে মেক্সিকোর। আমদানির পরিমান প্রায় ৯ শতাংশ কমতে পারে এমন তথ্য জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

দেশীয় শস্য ব্যবহার এবং জেনেটিক্যালি মডিফায়েড (জিএম) শস্য ব্যবহার নিরুৎসাহিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কারণে ভুট্টা আমদানিতে এ প্রভাব পড়ছে এমনই খবর প্রকাশ করেছে রয়টার্স।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর কৃষিমন্ত্রী ভিক্টর ভাইলালোবোস এক পূর্বাভাসে জানান, চলতি বছর মোট শস্য আমদানি ১৫ লাখ টন কমতে পারে। এ সময় কৃষি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা সান্তিয়াগো আরগুয়েলোও উপস্থিত ছিলেন। আরগুয়েলো বলেন, ধীরে ধীরে শস্য আমদানি কমিয়ে আনা আমাদের কৃষি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। ২০২৪ সালের মধ্যে মোট আমদানির ৩০ শতাংশ দেশীয় উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটি।

এ উদ্যোগের ফলে দেশটির তিন লাখ ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের কৃষক উপকৃত হবেন। মেক্সিকোর ভুট্টা আমদানির সিংহভাগ আসে তাদের প্রধান বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র থেকে। গত বছরের নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ৩০ লাখ টন ভুট্টা আমদানি করেছে মেক্সিকো।

ভুট্টা আমদানি কমতে পারে মেক্সিকোর শিরোনামে সংবাদের তথ্য বণিক বার্তা থেকে নেওয়া হয়েছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ