অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মিয়ানমার থেকে ভুট্টা আমদানি বাড়াচ্ছে চীন। খাদ্যশস্য আমদানিতে বৈচিত্র্য আনতে আমদানির অনুমতি দেওয়ার পরপরই মার্চ মাস থেকে বাড়তে থাকে ভুট্টা আমদানি। গত মাসে দেশটি মিয়ানমার থেকে সব মিলিয়ে ১৬ হাজার ৪০৮ টন ভুট্টা আমদানি করেছে বলে জানিয়েছে শুল্ক বিভাগ।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, চীন বিশ্বের শীর্ষ ভুট্টা আমদানিকারক দেশ। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৬৪০ শতাংশ বেড়েছে। ওই বছর দেশটি মিয়ানমার থেকে মাত্র ২ হাজার ৫৩০ টন ভুট্টা আমদানি করে।

পড়তে পারেন: এক দশকের সর্বোচ্চ দামে ভুট্টা, বেড়েছে গমের দাম

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) দেয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমার থেকে ভুট্টা আমদানির অনুমতি দেয় বেইজিং। দেশটি ২০২০-২১ বছরে সব মিলিয়ে ২৪ লাখ ৫০ হাজার টন ভুট্টা উৎপাদন করেছে। এছাড়া মোট উৎপাদনের ৭০ শতাংশই দেশটি রফতানি করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর খাদ্যশস্যের বৈশ্বিক সরবরাহ সংকটের উদ্বেগ তীব্র আকার ধারণ করে। কৃষ্ণ সাগরীয় বন্দরগুলোয় পণ্য পরিবহনে জটিলতা দেখা দেয়। এ পরিস্থিতির মধ্যেও ইউক্রেন থেকে চীনের ভুট্টা আমদানি ৬৪ শতাংশ বেড়েছে। মার্চে দেশটি থেকে ১৩ লাখ ৬০ হাজার টন ভুট্টা আমদানি করা হয় বলে জানায় শুল্ক বিভাগ।

পড়তে পারেন: ধানের জমিতে ভুট্টা চাষ, একরে ফলন ৯০ মণ

যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভুট্টার দাম বেড়ে এক দশকের সর্বোচ্চে পৌঁছেছে। একইসাথে বেড়েছে গমের দামও। শিকাগো বোর্ড অব ট্রেডে প্রতি বুশেল গম ১১ ডলার ৩৭ সেন্টে লেনদেন হয়েছে। একদিনের ব্যবধানে দাম দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়ল।

অন্যদিকে সিবিওটিতে সয়াবিনের দাম টানা পাঁচ কার্যদিবসের মতো বেড়েছে। প্রতি বুশেল লেনদেন হয়েছে ১৭ ডলার ২৪ সেন্টে, যা আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি। দেশটির সরকার বলছে, প্রায় ৬৯ শতাংশ শীতকালীন গম আবাদ ১২ এপ্রিল পর্যন্ত খরার মুখোমুখি ছিল।

পড়তে পারেন: ভয়াবহ ঝুঁকিতে দক্ষিণ আফ্রিকার গম ও ভুট্টা আবাদ

বৈরী আবহাওয়া পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরীয় অঞ্চলে রফতানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়ায় বৈশ্বিক সরবরাহ সংকুচিত হচ্ছে, প্রকট হচ্ছে ভুট্টার বাজারে চলমান অস্থিরতা। এ কারণেই লাফিয়ে বাড়ছে দাম। অন্যদিকে গম ও সয়াবিনের বাজারদরেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে।

সর্বশেষ কার্যদিবসে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভুট্টার দাম বেড়ে বুশেলপ্রতি ৮ ডলার ১৩ সেন্টে উন্নীত হয়েছে, যা ২০১২ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, গত রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভুট্টা আবাদ ৪ শতাংশ সম্পন্ন হয়েছে, যা গত পাঁচ বছরের গড়ের তুলনায় ৬ শতাংশ কম।

এগ্রিকেয়ার/এমএইচ