নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশীপ ভাতা ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা করা হয়েছে। ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাজবান্ড্রি (বি.এসসি.ভেট.সায়েন্স এন্ড এ.এইচ), ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) এবং বি. এসসি. এ. এইচ. ডিগ্রিধারীরা এই ইন্টার্নশীপ এর ভাতা পাবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাতা বৃদ্ধি সংক্রান্ত চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে ইন্টার্নশীপ ভাতা ৮ হাজার থেকে বৃদ্ধি করে ১৫ হাজার টাকা করার কথা উল্লেখ করা হয়েছে। এই ভাতার দাবি ইউজিসি কাছে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা করে আসছিলো।

ইউজিসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি সম্পাদনের মাধ্যমে ইন্টার্নশীপ ভাতা বৃদ্ধির দাবি জানায় বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট ফেডারেশন (বিভিএসএফ) এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ছাত্র ফেডারেশন এর ব্যানারে শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি) এর ইন্টার্নশীপ সংক্রান্ত নীতিমালায় ইন্টার্নশীপের ভাতা একজন ভেটেরিনারি সার্জনের বেসিক বেতন ভাতার সমান থাকার কথা বলা আছে। কিন্ত সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি করে দ্বিগুণ করা হলেও ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশীপ ভাতা বৃদ্ধি করা হয় নি।

ইন্টার্নশীপের ভাতা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সাবেক ডীন ড. মোঃ আনোয়ারুল হক বেগ জানান, ডিভিএম/বি.এসসি. এ. এইচ/ বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ. এই তিনটি ডিগ্রিধারী শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশীপের ভাতা ১৫ হাজার টাকা করা হয়েছে। এ ভাতা আগামী অর্থবছর থেকে ইন্টার্ন  শিক্ষার্থীরা পাবে।

এ বিষয়ে লাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) মহাসচিব মোহাম্মাদ হাবিবুর রহমান মোল্লা ফেসবুকে লিখেছেন ভেটেরিনারি গ্রাজুয়েটদের ইন্টার্নিশিপ ভাতা ৮০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১৫,০০০/- করায় মাননীয় প্রধানমন্ত্রী ভেটেরিনারি বান্ধব দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ।

বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট’স ফেডারেশন (বিভিএসএফ) গঠন সার্থক হল। ভেটেরিনারি পেশার প্রিয় সংগঠন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) যখন অকার্যকর তখনই দাবী আদায়ের প্লাটফরম হিসাবে বিভিএসএফ গঠিত হয়। ধন্যবাদ বিভিএসএফ এর সকল নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় সকল ছাত্র সমিতি এবং বিশেষ করে বিভিএসএফ এর সভাপতি ডা. এনাম আহমেদ, সহ-সভাপতি ডা. নুপুর ধর এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মারুফ হাসান সুমনকে।

আমরা ভেটেরিনারি পেশার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। গত নভেম্বর ২০১৭ মাসে আমাদের দাবীর প্রেক্ষিতে ইউজিসি নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছিল ইন্টার্নশীপ ভাতা বৃদ্ধি করে ১৫০০০/- টাকা করবে। সংবাদটি আমরা প্রথম পেয়েছিলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যারের কাছে, এর ১ দিন পর পেলাম সিভাসুর ভিসি স্যারের কাছে।

আমরা যেহেতু দাবী করে আসছিলাম, কাজেই সংবাদটি শুনে আমরা আন্দোলনরত সকলেই খুবই উচ্ছসিত ছিলাম। কিন্তু তখন দেখলাম, একদল অকর্মণ্য ভেটেরিনারিয়ান যাদের আমার দীর্ঘ পেশার দাবী আদায়ের সংগ্রামে পাইনি তারা শুধুমাত্র নির্বাচনী মাঠে ভেটেরিনারিয়ানদের বিভ্রান্ত করতে ভাতা বৃদ্ধি পায়নি বলে অপপ্রচার শুরু করল। ধীক ঐ সকল অপপ্রচারকারীদের, পেশার কাজ না করে তাদের কাজই নেতিবাচক। সত্যের জয় চিরন্তন। জয় হোক ভেটেরিনারিয়ানদের ও প্রিয় ভেটেরিনারি পেশার।