পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সারাদেশের খামারিদের কাছ থেকে সংগ্রহ করা মঙ্গলবারের (৫ অক্টোবর) রাজশাহী অঞ্চলে ডিম, মুরগি ও বাচ্চার দাম হাতে পাওয়া গেছে।
এখানে শুধুমাত্র রাজশাহীর কয়েকটি অঞ্চলের ডিম, মুরগি ও বাচ্চার পাইকারি দাম দেওয়া হয়েছে। এ দাম আশপাশের বাজার যাচাই বাছাই করে নিজের পণ্যে বিক্রি করতে হবে।
রাজশাহী: লাল(বাদামী) ডিম=৭.৫০, সাদা ডিম=৬.৬০ টাকা।

বগুড়া : লাল (বাদামী) ডিম=৭.৮৫, ব্রয়লার মুরগী=১৪০/কেজি, সোনালী মুরগী =২৬০/কেজি টাকা। কাজী(বগুড়া): লাল (বাদামী) ডিম=৭.৮৭ টাকা।  বাচ্চার দর: সোনালী হাইব্রিড=৩৮, সোনালী রেগুলার=৩৩ টাকা।

সিরাজগঞ্জ : লাল (বাদামী) ডিম=৭.৭০, ব্রয়লার মুরগী=/কেজি, কালবার্ড লাল=২০০/কেজি, সোনালী মুরগী=২৬০/কেজি টাকা।

পাবনা : লাল (বাদামী)ডিম=৭.৪৫, সাদা ডিম=৭.১৫ টাকা।

মঙ্গলবারের (৫ অক্টোবর) রাজশাহী অঞ্চলে ডিম, মুরগি ও বাচ্চার দাম প্রকাশ করায় কৃতজ্ঞতা বাংলাদেশ পোল্ট্রি খাৃমার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ (পিপিবি) এর প্রতি। ধন্যবাদ মো: শিমুল হক রানাকে।
এগ্রিকেয়ার/এমএইচ