কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার (৩ জুলাই) রাত ১০টা থেকে পরবর্তী ২০ ঘন্টায় একাধিক বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া পাহাড় এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য প্রকাশ করেছে।

তথ্যে অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার (৩ জুলাই) রাত ১০টা থেকে পরবর্তী ২০ ঘন্টায় রংপুর,ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিঃমিঃ) থেকে অতি ভারী (>৮৮ মিঃমিঃ) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের ফলে সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথা ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।