নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োসহ বৃষ্টি অথবা বজ্রসহ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার ২ জুন ২০২০ রাত ১ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা,ফরিদপুর,মাদারীপুর,খুলনা,যশোর,কুষ্টিয়া,বরিশাল,পটুয়াখালী,নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োসহ বৃষ্টি অথবা বজ্রসহ হতে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দেশের যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা শিরোনামে সংবাদের তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।