চাষ ব্যবস্থাপনা করণীয় ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মিষ্টিকুমড়া চাষিদের জন্য একটি প্রধান সমস্যা হচ্ছে পাতার সবুজ অংশ পোকায় খেয়ে ফেলা। যার জন্য চাষিদের অনেক ক্ষতির মুখে পরতে হয়, ফলন কমে যায়,   অনেক সময় গাছ মারা যেতে পারে।

আসুন পাঠক যেনে নেয়া যাক এ সমস্যা থেকে রক্ষা পেতে হলে কি ধরনের ব্যাবস্থা গ্রহন করতে হবে।

সমস্যা: মিষ্টিকুমড়ার পাতার সবুজ অংশ পোকায় খেয়ে ফেলা।

সমাধান: এ ধরনের সমস্যা কাটালে পোকা বা এপিল্যাকনা বিটল এর আক্রমনে হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় হাত দিয়ে কীড়া ও ডিম সংগ্রহ করে ধ্বংস করা যেতে পারে। আক্রমন অধিক হলে ম্যালাথিয়ন গ্রুপের ২ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে সঠিক নিয়মে স্প্রে করলে এ পোকা দমন করা যায়। সূত্র: কৃষিকথা