এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: আফ্রিকার দেশগুলোর মধ্যে ভুট্টা উৎপাদনে মিসরের অবস্থান চতুর্থ। তবে অভ্যন্তরীণ চাহিদা পূরণে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ ভুট্টা আমদানি করে।

খাদ্যপণ্যটির আমদানিকারকদের বৈশ্বিক তালিকায় দেশটি চতুর্থ অবস্থানে রয়েছে। ২০১৭ সালে মিসরের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ভুট্টা আমদানি করা হয়েছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। খবর বিজনেস রেকর্ডার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মিসরে সব মিলিয়ে এক কোটি টন ভুট্টা আমদানি করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৯৯ শতাংশ বেশি। ২০১৬ সালে দেশটিতে মোট ৮৭ লাখ ৭৩ হাজার টন ভুট্টা আমদানি করা হয়েছিল।

সে হিসাবে এক বছরের ব্যবধানে খাদ্যপণ্যটির আমদানি বেড়েছে ১২ লাখ ২৭ হাজার টন। গত বছর মিসরের ইতিহসে সবচেয়ে বেশি ভুট্টা আমদানি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ। এদিকে ২০১৮-১৯ বিপণন মৌসুমে (অক্টোবর-সেপ্টেম্বর) দেশটিতে মোট ৯৫ লাখ টন ভুট্টা আমদানির পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। সূত্র: বণিক বার্তা।