নাটোর প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: মুক্তিযোদ্ধাদের স্মরণে নাটোরে বৃক্ষ রোপণ শুরু হয়েছে। এ জেলায় ৬০ হাজার বিভিন্ন জাতের চারা রোপণ করা হবে।

আজ বুধবার (১৮ জুলাই) দুপুরে বন বিভাগের উদ্যেগে নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ চত্তরে এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম রাব্বী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু। নাটোর জেলায় ৬০ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হবে বলে জানান কৃষি বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম।