মৎস্য ও প্রাণি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ৩৬ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ ক্যাডারে নতুন যোগ দেয়া কর্মকর্তাদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সোমবার (৩ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

সভায় নবীন কর্মকর্তাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন এবং প্রশাসনিক ও চাকুরি শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা। ছবি ও তথ্য: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ।