এগ্রিকেয়ার২৪.কম প্রাণি ডেস্ক: সুফলভোগীর মাঝে বিভিন্ন প্রাণি উপকরণ বিতরণ করা হয়েছে।
গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর পারিবারিক আয়বৃদ্ধি, পুষ্টিমান উন্নয়ন, দারিদ্র্য নিরসন ও কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে’র অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ অফিস, যশোর সদর কর্তৃক এ উপকরণ বিতরণ করা হয়।

সতের (১৭) জন সুফলভোগীর মধ্যে মুরগীর ঘর, পনেরো (১৫) টি করে মুরগী, বাছুরের ঘর (কাফ পেন), গোয়াল ঘরের ফ্লোর ম্যাট, মশারি, গোখাদ্য, বাছুরের খাদ্য, পোলট্রি খাদ্য, বাসস্থান পরিচ্ছন্নতা উপকরণাদি, খাদ্য ও পানির পাত্র ইত্যাদি বিতরণ করে।

প্রাণিজাত পণ্য ডিম, মাংস দুধের উৎপাদন সহায়ক এই সকল উপকরণাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ ভবতোষ কান্তি সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যশোর, বিশেষ অতিথি ছিলেন আরিফ-উজ-জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা, যশোর সদর। উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, যশোর পোলট্রি এসোসিয়েশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ তপনেশ্বর রায়।