এগ্রিকেয়ার২৪.কম আন্তর্জাতিক কৃষি ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য সিংহভাগ তুলা উৎপাদন হয়ে থাকে। কিন্তু চলতি মৌসুমে টেক্সাসে বৈরী আবহাওয়ার জের ধরে তুলা উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফলে মৌসুম শেষে যুক্তরাষ্ট্রে পণ্যটির উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় ১ লাখ ৮৪ হাজার টন কমতে পারে। সম্প্রতি প্রকাশিত কটলুক লিমিটেডের কটন আউটলুকে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি ও সিনহুয়া।

পূর্বাভাস অনুযায়ী, চলতি মৌসুম শেষে যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ৪৩ লাখ ২০ হাজার টন বা ১ কোটি ৯৮ লাখ ৫০ হাজার বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদন হতে পারে, যা আগের প্রাক্কলনের তুলনায় ১ লাখ ৮৪ হাজার বেল কম।

তুলা উৎপাদনকারী দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে তৃতীয়। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর প্রতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পরিমাণ তুলা রফতানি হয়। পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান শীর্ষে।

তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি তুলা উৎপাদনকারী অঙ্গরাজ্য টেক্সাসে এবারের মৌসুমে খরা পরিস্থিতি বিরাজ করছে। তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। এর জের ধরে এবারের মৌসুমে টেক্সাসে তুলা আবাদ আগের তুলনায় কমেছে।

মূলত এ কারণেই মৌসুম শেষে যুক্তরাষ্ট্রের সম্মিলিত তুলা উৎপাদনে মন্দাভাবের জোরালো সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা। এর জের ধরে দেশটিতে তুলা উৎপাদনের পূর্বাভাস আগের প্রাক্কলনের তুলনায় কমিয়েছে কটন আউটলুক।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ২ কোটি ১২ লাখ ৬৩ হাজার বেল তুলা উৎপাদন হয়েছিল, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৮৪ শতাংশ বেশি।

২০১৬ সালে দেশটি থেকে তুলা রফতানির পরিমাণ আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ২২ শতাংশ বেড়ে ১ কোটি ৭১ লাখ ৭০ হাজার বেলে দাঁড়িয়েছিল। এদিকে ২০১৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড সর্বোচ্চ ১ কোটি ৪৯ লাখ ১৭ হাজার বেল তুলা রফতানি হয়েছিল। ২০১৭ সালে দেশটি থেকে পণ্যটির রফতানি আগের বছরের তুলনায় ২ দশমিক ৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ কোটি ৪৫ লাখ বেলে। সূত্র: বণিক বার্তা।