ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আলুর ভারটিসিলিয়াম উইল্ট ও স্টেম ক্যাঙ্কার স্কার্ফ রোগ আলুর মারাত্নক ক্ষতি করে। আলুতে এসব রোগ দেখা দিলে ভালো ফলন পাওয়া যায় না। এতে করে আলুর ফলন নিয়ে শঙ্কায় থাকেন চাষিরা। তাই আলুর ভারটিসিলিয়াম ও স্কার্ফ রোগ দমনসহ বিভিন্ন রোগ বালাই দমন সম্পর্কে আমাদের জানতে হবে।

আসুন জেনে নিই যেভাবে আলুর ভারটিসিলিয়াম ও স্কার্ফ রোগ দমন করবেন:

আলুর ভারটিসিলিয়াম উইল্ট রোগ:
কারণ: আলুর ভারটিসিলিয়াম উইল্ট এক ধরণের ছত্রাক জনিত রোগ।
ক্ষতির ধরণ: ভারটিসিলিয়াম এলবোএট্রাম জাতীয় ছত্রাক এ রোগের উৎস। রোগাক্রান্ত গাছ শুকিয়ে, হলুদ হয়ে অকালে মারা যায়। আক্রান্ত কান্ড কাটলে ভিতরে ধূসর বর্ণ দেখা যায়। টিউবারের উপরিভাগে চোখসমূহ গোলাপী ও ধূসর বর্ণের হয়ে যায়।

আরও পড়ুন: আলুর কালো দাগ ও অন্তর ফাঁপা রোগ দমনে করণীয়

দমন ব্যবস্থাপনা:
১. রোগা আক্রান্ত  আলুর জমি থেকে বীজ সরবরাহ না করা।
২. রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে।
৩.  আলু চাষের মাটি শোধন করতে হবে।

আলুর স্টেম ক্যাঙ্কার স্কার্ফ রোগ:
কারণ: রাইজকটোনিয়া সোলানাই নামক ছত্রাকের আক্রমণে আলুর স্টেম ক্যাঙ্কার স্কার্ফ রোগ হয়ে থাকে।
ক্ষতির ধরণ: গজানো অঙ্কুরের মাথায় এবং স্টোলনে আক্রমনে দাগ দেখা যায়। বড় গাছের গোড়ার দিকে লালচে বর্ণের দাগ বা ক্ষতের সৃষ্টি হয়। কান্ডের সাথে ছোট ছোট টিউবার দেখা যায়। আক্রান্ত টিউবারের গায়ে শক্ত কালচে এবং সুপ্ত রোগ জীবাণুর গুটি দেখা যায়।

আরও পড়ুন: আলুর পাতা মোড়ানো ও নরম পঁচা রোগ দমনে করণীয়

রোগ ব্যবস্থাপনা:
১. টেরক্লোর (চঈঘই) হেক্টর প্রতি ১৫ কেজি মাত্রায় বীজ লাগানোর পূর্বে বীজ নালায় প্রয়োগ করতে হবে।
২. ৩% বরিক এসিড দ্বারা বীজ শোধন বা সেপ্র যন্ত্রের সাহায্য প্রয়োগ করলেও ভাল ফল পাওয়া যায়। ৩. বীজ আলু মাটির বেশী গভীরে রোপণ করা যাবে না।
৪. অঙ্কুরিত বীজ আলু ভালভাবে রোপণ করতে হবে।

যেভাবে আলুর ভারটিসিলিয়াম ও স্কার্ফ রোগ দমন করবেন শিরোনামে  লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি