ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: মাছের রাজা রুই হলে। রানি কিন্তু ভেটকি। সুস্বাদু নরম মাছ। মুখে দিলেই গলে যাবে। সঙ্গে রয়েছে লাউ পাতা। আসুন জেনে নিই যেভাবে তৈরি করবেন লাউ পাতার সুস্বাদু ভেটকি:-

ক্যালসিয়াম ও ভিটামিনে ভরপুর এই পাতায় রয়েছে অ্যান্টি অক্সিড্যান্টও। এদিকে মাছ মানেই প্রোটিন। আর প্রোটিন মানেই রোগ প্রতিরোধ শক্তি হবে আরও জোরদার।

যা যা লাগবে:
ভেটকি মাছ ৭ টুকরো
লাউ পাতা ৩-৪টি
পটল ৪টি, আলু ৪টি
আদা বাটা ১ চা চামচ
ধনে-জিরে বাটা দেড় চা চামচ
হিং এক চিমটি
হলুদ গুঁড়ো ১ চা চামচ
সর্ষের তেল ২ কাপ
নুন ও চিনি পরিমাণ মতো

পদ্ধতি:
লবণ-হলুদ মাখিয়ে ভেটকি মাছ অল্প ভেজে নিতে হবে। পটল লম্বালম্বি করে দু’ভাগে চিরে নিন। আলু লম্বায় চার টুকরো করে কাটুন। তার পরে কড়াইয়ে তেল দিয়ে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে হিং দিতে হবে। এর মধ্যে আলু ও পটল দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিন। লাউ ডগা দিয়ে ধনে-জিরে বাটা ও আদা বাটা দিয়ে কষতে থাকুন। নুন, হলুদ ও পরিমাণ মতো জল দিয়ে আলু ও পটল ছেড়ে দিন ঝোলে। ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দিন। মাছ ও আনাজ সুসিদ্ধ হলে উপরে কাঁচা লঙ্কা ও সর্ষের তেল দিয়ে নামিয়ে নিন। চাইলে মটরশুঁটি ব্যবহার করতে পারেন সাজানোর সময়ে।

যেভাবে তৈরি করবেন লাউ পাতার সুস্বাদু ভেটকি শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ