ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ধান গাছের বিভিন্ন রোগ বালাই ধানের ফলনের ব্যাপক বাঁধাগ্রস্ত করে। এর মধ্যে সরু বাদামী রোগ ধানের মারাত্নক ক্ষতি করে। ফলে ধানের সরু বাদামী দাগ রোগ দমনসহ বিভিন্ন রোগ ও দমন সম্পর্কে  আমাদের জানতে হবে।

আসুন জেনে নিই ধানের সরু বাদামী দাগ রোগ যেভাবে দমন করবেন:
ধানের সরু বাদামী দাগ রোগ(Narrow brown spot):
পরিচিতি: রোগ জীবাণু- Cercospora oryzae. ধানের সরু বাদামী এ দাগগুলো সাধারণত ২-১০ মিলিমিটার লম্বা এবং ১ মিলিমিটার চওড়া হয়। কিন্ত আক্রমণ প্রবণ জাতের ধানে দাগগুলো অপেক্ষাকৃত মোটা হালকা বাদামী রঙের হয়। দাগের কেন্দ্রটা হালকা রঙের এবং সরু। সাধারণতএই বাদামী দাগ লাল বাদামী এবং দাগের কিনারা হালকা রঙের হয়ে থাকে।

আরও পড়ুন: ধান পাতার ফোস্কাপড়া রোগ দমনের কৌশল

ক্ষতির ধরণ: ধানের সরু বাদামী দাগ রোগের ফলে পাতার মধ্যে ছোট, সরু ও চিকন লম্বা-লম্বি বাদামী দাগ দেখা যায় । এ ছাড়াও পাতার খোলে, বীজের বোঁটায় এবং ধানের তুষের উপর এ রোগের লক্ষণ দেখা যেতে পারে। লম্বা দাগগুলো পাতার শিরার সমান্তরালে থাকে।

রোগ দমন ব্যবস্থাপনা: 
১.আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ না করা।
২.সুষম পরিমিতভাবে ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার ব্যবহারে এ রোগ আয়ত্বে রাখা যায়।
৩. রোগ সহনশীল জাত যেমন: বিআর১০, বিআর২২, বিআর২৩, ব্রি ধান৩১ ও ব্রি ধান৩২ চাষ করা যেতে পারে।
৪.পরিস্কার পরিচ্ছন্ন চাষ করা।

আরও পড়ুন:ধানের গুড়িপঁচা রোগ যেভাবে দমন করবেন

৫. লাঙ্গল দিয়ে জমি চাষ করে শুকিয়ে নিয়ে নাড়া জমিতেই পুড়িয়ে ফেলা।
৬. ধানের জাত অনুসারে সঠিক দূরত্বে চারা রোপণ করা (তবে ২৫x২০ সেন্টিমিটার দূরত্বই ভাল)।

যেভাবে ধানের সরু বাদামী দাগ রোগ দমন করবেন শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি