ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ (৬ এপ্রিল) এখন থেকে যেসব এলাকা ঝড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির সম্মুখীন হচ্ছে তার একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর

আজ শনিবার (৬ এপ্রিল) কিছুক্ষণ আগে (রাত ৮টার দিকে) অধিদফতর সূত্র এসব তথ্য জানিয়েছে।

যেসব এলাকা ঝড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির সম্মুখীন হচ্ছে তার মধ্যে রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, নারায়ণগঞ্জ, ভোলা, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও খুলনা অঞ্চলসমূহের উপর দিয়ে দমকা/ ঝড়োহাওয়াসহ বৃষ্টি / বজ্রবৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।

এদিকে বেলা ৩টা থেকে আগামী ১৫ ঘণ্টার ঝড়ো হাওয়ার সতর্কবার্তাও দেয়া হয়েছে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে। এখানে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০/৮০ কি.মি. বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: আগামী ২১ এপ্রিল শবে বরাত