আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের একাধিক বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া অধিকাংশ স্থানে আকাশ মেঘলা থাকবে।

আজ ১৬ ডিসেম্বর এর আবহাওয়া বার্তায় এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

এছাড়া দেশের দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর অবস্থিত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘূনীভূত হয়ে ঘূর্ণিঝড় PHETHAF পরিণত হয়।

এটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর/উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এ সময়ে দেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে আবহাওয়ার জরুরি বার্তায় যা বলা হয়েছে তা নিচে তুলে ধরা হলো।