ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: রসুন চাষাবাদের ক্ষেত্রে চাষিদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ক্ষেতে বিভিন্ন রোগ দেখা দেয় তার মধ্যে কান্ড পঁচা রোগ অন্যতম। এই কান্ড পঁচা রোগ রসুন ক্ষেতের মারাত্নক ক্ষতি করে।

আসুন রসুনের কান্ড পঁচা রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে জেনে নিই:

রোগের নাম : কান্ড পঁচা
রোগের কারণ : স্ক্লেরোসিয়াম রলফসি ও ফিউজারিয়াম নামক ছত্রাক দ্ধারা এ রোগ হয়। যে কোন বয়সে গাছ এ রোগে আক্রান্ত হতে পারে। কন্দ ও শিকড়ে এর আক্রমণ দেখা যায়। আক্রান্ত কন্দে পচন ধরে এবং আক্রান্ত কন্দ গুদামজাত করে বেশী দিন রাখা যায় না।

ক্ষতির লক্ষণ: এই রোগ কেবল মাত্র কান্ডেই সীমাবদ্ধ নয়, চারা অবস্থা থেকে বীজ পেকে যাওয়া পর্যন্ত যে কোনো বয়সের গাছের যে কোনোও অংশ যেমন শিকড়, কান্ড, পাতা, বীজ প্রভৃতি আক্রান্ত হতে পারে।

অনুকুল পরিবেশ : অধিক তাপ ও আর্দ্রতা পূর্ণ মাটিতে এ রোগ দ্রত বিস্তার লাভ করে। ক্ষেতে সেচ দিলেও এ রোগ বৃদ্ধি পায়।

আরও পড়ুন:বেগুন গাছের গোড়া পচা রোগের প্রতিকার

বিস্তার : এ রোগের জীবাণু মাটিতে বসবাস করে বিধায় সেচের পানির মাধ্যমে ও মাটিতে আন্তঃ পরিচর্যার সময় কাজের হাতিয়ারের মাধ্যমে এ রোগের বিস্তার হয়।

প্রতিকার:
১. আক্রান্ত গাছ তুলে ধ্বংশ করতে হবে।
২.মাটি সব সময় স্যাঁত স্যাঁতে রাখা যাবে না।
৩. আক্রান্ত জমিতে প্রতি বছর পেঁয়াজ /রসুন চাষ করা যাবে না।
৪.অনুমোদিত ছত্রাক নাশক নির্ধারিত মাত্রায় প্রয়োগ করতে হবে।
৫.আগাছা নিয়ন্ত্রণ করা জরুরী।
৬.প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে।
৭.সুস্থ এবং রোগ মুক্ত বীজ ব্যবহার করা উচিৎ।
৮.বীজ বোনার পূর্বে শোধন করতে হবে।
৯.জল নিকাশী ব্যবস্থা রাখা দরকার।
১০.মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রযোগ করা উচিৎ।
১১.শস্য পর্যায় অবলম্বন করতে হবে।

আরও পড়ুন: মাঠে ফসলের উন্নত জাত সম্প্রসারণ দরকার

ফসল সংগ্রহ: রসুন গাছের পাতা শুকিয়ে বাদামী রং ধারণ করলে ঢলে পড়ে তখন রসুন তোলার উপযোগী হয়। গাছসহ রসুন তোলা হয় এবং ঐ ভাবে ছায়াতে ভালভাবে শুকিয়ে মরা পাতা কেটে সংরক্ষণ করা হয়। প্রতি হেক্টরে ১০-১২ টন ফলন পাওয়া যায়।

রসুনের কান্ড পঁচা রোগের কারণ ও প্রতিকার শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি