রাকাবের পরিচালনা পর্ষদের সভায়

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: রাকাবের পরিচালনা পর্ষদের সভায় ব্যবসায়িক-প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০১৯) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৫০৮তম এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকটির চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভাটি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খান এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কে.এম. তারিকুল ইসলাম, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার, বিভাগীয় প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক দেব দুলাল ঢালী, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক হাসান ফেরদৌস সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ হাবিবুর রহমান ও হাসান ফেরদৌস সরকার এর পিআরএল জনিত কারণে শেষ বোর্ড সভা হওয়ায় পর্ষদের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় ব্যাংক এর সার্বিক কর্মকাণ্ডের উপর ব্যাপক আলোচনার পর ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রাকাবের পরিচালনা পর্ষদের সভায় ব্যবসায়িক-প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সংবাদটির তথ্য রাকাবের জনসংযোগ শাখা থেকে এগ্রিকেয়ার২৪.কমকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, রাকাব রাজশাহী বিভাগ তথ্য উত্তরাঞ্চলে কৃষি ব্যাংকিং সেবা গুরুত্বসহকারে দীর্ঘদিন ধরে আসছে। ব্যাংকটির কার্যক্রম কৃষিভিত্তিক হওয়ায় ওই অঞ্চলের কৃষকেরা অনেক লাভবান হচ্ছেন।

আরও পড়ুন: রাকাবের গ্রাহকদের দ্রুত সেবা প্রদান নিশ্চিতকরণের বিষয়ে পরামর্শ