রাকাবে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: পদোন্নতি পেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ইদ্রিছ।



সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপন বলা হয়,  মোহাম্মদ ইদ্রিছ উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ যোগদান করেছেন।

বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি জনতা ব্যাংক লিমিটেড এ মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৯ সালে সহকারী প্রকৌশলী হিসেবে জনতা ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন।

জনতা ব্যাংকে চাকুরীকালীন সময়ে তিনি বিভিন্ন শাখা, বিভাগ ও এরিয়া প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ইদ্রিছ ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রী অর্জন করেন।

এবং ২০১২ সালে একটি বেসরকারী বিশ^বিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও দাপ্তরিক কাজে ইন্দোনেশিয়া, ব্যাংকক, চীন ও সুইজারল্যান্ড ভ্রমণ করেন। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া থানার মরিয়ম নগর গ্রামে জন্মগ্রহণ করেন।