নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর আলুর বাজার গুলোতে শুরু হয়েছে অভিযান। শুধু বাজারেই নয়, যেখানে রক্ষণাবেক্ষণ এবং পাইকারি কেনাবেচা হয়; সেসব জায়গাতেও চলছে অভিযান।

রাজশাহীর দূর্গাপুরে সরকার নির্ধারিত মুল্যের চাইতে বেশি দামে আলু বিক্রি করায় তিন ব্যবসায়ীর ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে উপজেলা সদরের সিংগা বাজারে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমানা করা হলে তাৎক্ষণিক ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন এবং আলু বিক্রি না করার সিদ্ধান্ত নেন। এ ঘটনায় সিংগা বাজারের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে ব্যবসায়ী নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন: আজ থেকে ২৫ কেজি দরে আলু বিক্রি করবে টিসিবি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী এগ্রিকেয়ার২৪.কমকে জানান, ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন এমন সংবাদ পেয়ে উপজেলা সদরের সিংগা বাজারে অভিযান পরিচালনা করে আলু ব্যবসায়ী আবু হেনা, হেলাল ও আশরাফুলের প্রত্যেকের ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া প্রত্যেক ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মুল্যে অর্থাৎ ৩৫ টাকা কেজি দরে সবাইকে আলু বিক্রি করতে বলা হয়েছে।

তিনি বলেন, আলুর বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত চলছে। যেহেতু আলুর বাজার গুরুত্ব পাচ্ছে সেহেতু লিগ্যাল কোল্ডস্টেরেজও আমরা পরিদর্শন করেছি। কোল্ডস্টেরেজ থেকে ব্যবস্থাপনা পর্যন্ত পাইকারী ব্যবসায়ীরা কী পরিমাণ দামে বেঁচা-কেনা করছে এই বিষয়গুলোও পরিদর্শন করেছি। এছাড়া রাজশাহী মহানগরসহ জেলার প্রত্যেক উপজেলাতে আলুর বাজারসহ বিভিন্ন দ্রব্যে মূল্যের বাজার মনিটরিং এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আলু ব্যবসায়ীদের জরিমানার পরে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করবেন না বলে দোকানপাট বন্ধ করেন ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাজার টাকা করে জরিমানা করেছে।

আরও পড়ুন: আশা করি নতুন আলু এলে দাম কমে যাবে: কৃষিমন্ত্রী

ব্যবসায়ী নেতারা বলেন, পাইকারি বাজারে আলুর প্রতি কেজি মূল্য ৪০ থেকে ৪৫ টাকা। এজন্য তাদের ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে আলু বিক্রি করতে হচ্ছে। এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি করলে তাদের ব্যাপক লোকসান গুনতে হবে। সরকার খুচরা বাজারে আলুর দাম পূনর্বিবেচনা না করা পর্যন্ত আলু বিক্রি বন্ধ রাখবেন বলে জানান ব্যবসায়ীরা।

এগ্রিকেয়ার / এমবি