চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ টি বসতবাড়ি, দোকান ও আমের আড়ত পুড়ে গেছে। এতে ২ হাজার ১০০ আমের ক্যারেট পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার ( ২৮ মে) দিবাগত রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিনিয়র ফায়ার ফাইটার জাকির হোসেন জানান, উপজেলার বাঁকড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে জমশেদ আলীর বসতঘর, দোকান ও আমের আড়ত পুড়ে গেছে। এ সময় আড়তে থাকা ২ হাজার ১০০ পিচ আমার রাখার ক্যারেট পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চারঘাট ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ