নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর পবায় ২৮৫টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করেছে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ। মঙ্গলবার (২৪ নভেম্বর, ২০২০) পবা এপির উদ্যোগে ২৮৫ পরিবারের মাঝে বিনামুল্যে ২৮৫টি বকনা গরু বিনামূল্যে বিতরণ করা হয়। যার মূল্য প্রায় ৭৭ লাখ টাকা।

আরও পড়ুন: গরু পুষতে আলাদা কর নেওয়ার ভাবনাচিন্তা করছে সরকার

একইভাবে তানোর ও গোদাগাড়ী উপজেলাতেও গরু বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে তারা করোনা শুরুর পর এলাকায় হাইজিন কিটস, শিশুদের বই-খাতা, শিশুখাদ্য ও নগদ অর্থ বিতরণ করেছেন। করোনাকালে এই সহায়তা পেয়ে দরিদ্র পরিবারগুলো খুশি।

আরও পড়ুন: গরুর শীতকালীন পরিচর্যা করবেন যেভাবে

এ সময় উপস্থিত ছিলেন, পবা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, ওয়ার্ল্ডভিশনের এপিসি ম্যানেজার সেবাস্টিয়ান পিউরী ফিকেশন, টেকনিক্যাল স্পেশালিস্ট ইফতেখার উদ্দিন, পবা প্রেসক্লাব সভাপতি কাজী নাজমুল ইসলাম, প্রোগ্রাম অফিসার কামরুল হাসান, লরেন্স মন্ডল, রতন কুমার ভৌমিক, সুজন ডেভিড গ্রেগরী, ফারুক হোসেন, মাসুদ রানা, গ্রেস রোজি হালদার, ভেন্ডর প্রশান্ত সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এগ্রিকেয়ার / এমবি