নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষক মাঠ দিবস  অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২০) বিকেলে উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা ব্লকের মুগাইপাড়া এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রাজশাহীতে জৈব বালাইনাশক প্রযুক্তি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে এ  প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা কৃষি  অফিসার কৃষিবিদ মো: রাজিবুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামছুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ও বগুড়া অঞ্চলের কৃষি মনিটরিং অফিসার কৃষিবিদ মো:জাহাঙ্গীর আলম প্রামানিক। এছাড়া উপজেলার অর্ধশতাধিক কৃষক-কৃষাণিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বদলগাছীতে কন্দাল ফসল উন্নয়ন বিষয়ক কৃষক প্রশিক্ষণ

কৃষক পর্যায়ে উন্নত মানের বীজ উৎপাদনের দক্ষতা বৃদ্ধি, বীজ ব্যবসায়ী উদ্যোক্তা তৈরী এবং আধুনিক জাতের উন্নত মানের বীজ কৃষক পর্যায়ে সহজলভ্য করাই এই কর্মসূচীর প্রধান উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্টরা।

এগ্রিকেয়ার / এমবি