নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর কাটাখালী থানার ১০ নম্বর পদ্মার চর এলাকা থেকে অবৈধভাবে পাচারকালে ৫২টি ভারতীয় মহিষ উদ্ধার ও এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

আজ সোমবার (৮ মার্চ ২০২১) রাজশাহী ব্যাটালিয়নের (বিজিবি-১) অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রোববার (৭ মার্চ ২০২১) রাত সাড়ে ৩টায় রাজশাহীর কাটাখালী থানার ১০ নম্বর পদ্মার চর এলাকা থেকে অবৈধভাবে পাচারকালে ৫২টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। এছাড়া পৃথক আরও পাঁচটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৭৮ বোতল ফেনসিডিল, ৩৪৭ পিস ইয়াবা, এক কেজি গাঁজা, একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ গণমাধ্যমকে জানান, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৮৩০ টাকা। বিজিবির প্রচলিত নিয়ম অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত ৫২টি মহিষ রাজশাহী শুল্ক কার্যালয়ের তত্ত্বাবধানে নিলাম করার কার্যক্রম চলমান রয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ