নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: লক্ষ্মীপুরের রামগতিতে জাটকা বিক্রি ও পরিবহনের দায়ে সাত ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ২০ মণ জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। রামগতি উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

উপজেলা প্রশাসন জানায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকায় জাটকা বিক্রি ও পরিবহনের গোপন খবরে কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় ২০ মণ জাটকাসহ সাত ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইনে তাদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম শান্তুনু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান ও কোস্টগার্ড কমান্ডার মো. মহসিন।

এগ্রিকেয়ার/এমএইচ