এগ্রিকেয়ার২৪.কম আন্তর্জাতিক ডেস্ক: চীন সরকার রাষ্ট্রীয় মজুদ থেকে ভুট্টা বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে। এটি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে চলতি মাসে প্রায় ৭০ লাখ টন ভুট্টা বিক্রি করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে চীনের ন্যাশনাল গ্রেইন ট্রেড সেন্টার এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

বিবৃতির তথ্য অনুযায়ী, চলতি মাসের ১২ থেকে ১৩ তারিখে নিলামের মাধ্যমে রাষ্ট্রীয় মজুদ থেকে ৭০ লাখ টন ভুট্টা বিক্রি করা হবে। নিলামে প্রতি টন ভুট্টার ন্যূনতম ভিত্তি মূল্য ১ হাজার ৩৫০ ইউয়ান (স্থানীয় মুদ্রা) বা ২১৪ ডলার ৪০ সেন্টে দাঁড়াতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ভুট্টা উৎপাদনকারীদের তালিকায় চীনের অবস্থান বিশ্বে দ্বিতীয়। তবে দেশটি খাদ্যপণ্যটির মজুদকারীদের তালিকায় শীর্ষে রয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশটিতে সব মিলিয়ে ২১ কোটি ৫৮ লাখ ৯১ হাজার টন ভুট্টা উৎপাদন হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৬৭ শতাংশ কম। ২০১৬ সালে চীনে আগের বছরের তুলনায় ২ দশমিক ২৬ শতাংশ কমে মোট ২১ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টন ভুট্টা উৎপাদন হয়েছিল।

এদিকে উৎপাদন কমার পাশাপাশি দেশটিতে ভুট্টার সমাপনী মজুদেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ২০১৭ সাল শেষে চীনে ভুট্টার মজুদ ৭ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার টনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ১ শতাংশ কম। ২০১৬ সালে দেশটিতে আগের বছরের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ কমে ভুট্টার সমাপনী মজুদ দাঁড়িয়েছিল ১০ কোটি ৭ লাখ ১৩ হাজার টনে। সূত্র: বণিক বার্তা।