ডেস্ক প্রতিবেদন: সব ধরনের নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দিশেহার ভোক্তারা। তার ওপর নতুন করে চিন্তা বাড়াচ্ছে ডালের বাড়তি দাম। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা থেকে শুরু করে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের ডাল জাতীয় পণ্যের দাম। বর্তমানে খুচরা বাজারে এক কেজি মসুর ডাল কিনতে হচ্ছে ১৩৮-১৪০ টাকা দিয়ে। আর মুগ ডালের দাম ১৬৮ টাকা। এ পরিস্থিতে রোজায় বাজার নিয়ে শঙ্কায় ক্রেতারা।

আজ (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঘুরে দেখা যায়, মুগ ডাল ১৬৮ টাকা, বুটের ডাল ১০৮ টাকা, অ্যাংকর ডাল ৭৫ টাকা, মসুর ডাল ১৪০ টাকা, ছোলার ডাল ৯৬ টাকা, খেসারির ডাল ১০০ টাকা, ডাবলি ৭২ টাকা ও মোটা ডাল ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে কার্যকর তদারকির অভাবেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে, দাবি ভোক্তা স্বার্থ সংরক্ষণ সংগঠন- ক্যাবের। শুধু রোজা নয় সারা বছরই সুষ্ঠ বাজার ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশে মশুর, মুগ, খেসারি, ছোলা মিলিয়ে বছরে ডালের চাহিদা প্রায় ২৫ লাখ টন।