লালপুর (নাটোর) প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: নাটোরের লালপুরে মাছের একটি আড়তে জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির দায়ে রাশেদুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ কেজি চিংড়ি মাছে জেলি পাওয়া গেছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টায় লালপুর সদর বাজার মাছের আড়তে এ অভিযান পরিচালনা করেন সহাকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

এবিষয়ে দেবাশীষ বসাক বলেন, মোবাইল কোর্ট পরিচালনা কালে এক মাছের দোকানে দেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য জেলিপুশকৃত চিংড়ি বিক্রয় করতে দেখা যায়।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

জনপ্রিয় হচ্ছে ৫৫ দিনে এককেজি ওজনের মুরগির জাত

ঘাস চাষ করেই কোটিপতি গফুর!

মায়ের দেওয়া গাভী থেকে কোটিপতি আরাফাত

মোবাইল কোর্টের অভিযান দলে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সামা পরীক্ষান্তে নিশ্চিত করেন যে, চিংড়িতে জেলি পুশ করা হয়েছে। তার লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে জরিমানার পাশাপাশি ৫ কেজি চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে অপদ্রব্য মিশ্রত খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রয় রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

এগ্রিকেয়ার/এমএইচ