প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘ এলাকাবাসীর হাতে তাড়া খেয়ে মারা গেছে। সোমবার রাতে উপজেলার চংধুপইল ইউনিয়নের নাবিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, আতংকিত এলাকাবাসী প্রাণীকে শিকল দিয়ে গাছের সাথে বেধেঁ রেখেছিল। বিলুপ্তপ্রায় প্রাণীটি একনজর দেখতে ভীড় করছিলেন অনেকে। কেউ আবার প্রাণীটি নিস্তেজ হয়ে পড়ায় পাখা দিয়ে বাতাস করছেন, কেউবা পানি খাওয়াচ্ছেন। বাঘটিকে বাঁচাতে চেষ্ঠা করছেন যে যার মত। এলাকায় যেন উৎসবের রব উঠেছিল। তবে এতো চেষ্টার পর প্রাণীকে বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য বুলবুল আহমেদ বলেন, বিকালে দুই যুবক জমিতে কাজ করার সময় আম গাছে প্রাণীটি দেখে চিতা বাঘ ভেবে আতংকে চিৎকার করলে এলাকাবাসী একত্রিত হয়ে জাল দিয়ে আটক করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় প্রাণীটি মারা যায়।

এবিষয়ে লালপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দ্রন কুমার বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে বিলুপ্তপ্রায় মেছো বাঘটিকে চিকিৎসা দেয়া হয়। যথাসাধ্য চেষ্ঠা করেও প্রানীটিকে বাঁচানো সম্ভব হয় নি।

এগ্রিকেয়ার/এমএইচ