লালপুর (নাটোর), প্রতিনিধি: দেশব্যাপী ৪ বছরে (২০২২-২৫) এক কোটি খেজুর চারা/বীজ রোপন উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় নাটোরের লালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ২০০ খেজুর গাছের চারা রোপণ করেছে সড়ক বিভাগ।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাধবপুরে নাটোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম, পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমিরন রায়, রাজশাহী অপারেশন ডিভিশনের নির্বাহী বৃক্ষপালনবিদ বিপ্লব কুণ্ডু, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক প্রমূখ।

এগ্রিকেয়ার/এমএইচ