ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ছাতরা পোকা বা জায়েন্ট মিলিবাগ পোকা লেবু গাছের ক্ষতি করে থাকে। এ পোকার জীবন চক্রের অপ্রাপ্তবয়স্ক (নিম্ফ দশা) অবস্থায় স্ত্রী পোকা ক্ষতি করে থাকে। স্ত্রী নিম্ফ দেখতে ডিম্বাকার, চেপ্টা এবং এদের শরীর সাদা পাউডার জাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে। আসুন জেনে নিই লেবুর ছাতরা পোকা দমনে জৈব বালাইনাশক পদ্ধতি।

আক্রমণে যেসব ক্ষতি হয়ে থাকে: পাতার রস শুষে নেয় ফলে দুর্বল হয় মানে পাতা ফল ও ডালে সাদা সাদা তোলার মত দেখা যায় অনেক সময় দেখা যায় এর আক্রমণে অনেক সময় পাতা ঝরে যায় এবং ডাল মরে যায়।

প্রতিকার ব্যবস্থা: প্রতিকার আক্রান্ত পাতা ও গাছ ছাটাই করে ধ্বংস করা গোড়ার মাটি থেকে ১৫ থেকে ২০ সেন্টিমিটার ওপরে স্বচ্ছ পলিথিন বেঁধে দিতে হবে যাতে মিলিবাগ গাছে উঠতে না পারে। সম্ভব হলে হাত দিয়ে ডিম বাচ্চা গাদা সংগ্রহ করে ধ্বংস করা।

আরোও পড়ুন: লেবুর ক্যাংকার রোগের লক্ষণ ও প্রতিকার

জৈব বালাইনাশক নিমবিসিডিন ০.৪৭ ব্যবহার করে এ পোকা দমন করা যায়। আক্রমণ বেশি হলে ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক যেমন সুমিথিয়ন বা ফলিথিয়ন ২০ মিলি ১০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ১০ দিন পর পর দুই থেকে তিনবার। তাহলেই এই পোকা দমন করা সম্ভব হবে।

লেবুর ছাতরা পোকা দমনে জৈব বালাইনাশক পদ্ধতি শিরোনামে সংবাদের তথ্য কৃষি তথ্য সার্ভিস রাজশাহী থেকে নেওয়া হয়েছে।

 

এগ্রিকেয়ার/এমএইচ