নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: তরমুজ ক্রেতা ও ভোক্তার একটাই চাওয়া যেন লাল রঙের মিষ্টি হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এসব চাওয়া একেবারেই মিলে না। তবে কিছু কৌশলে চেনা যাবে মিষ্টি তরমুজ। দেখুন শতভাগ মিষ্টি তরমুজ চেনার দুটি উপায় (ভিডিও)

দীর্ঘ ১০ বছর ধরে তরমুজের ব্যবসা করছেন সোলেমান আলী। তাঁর অভিজ্ঞতা বর্ণনা করছেন তিনি। যেভাবে চেনা যাবে মিষ্টি তরমুজ।

দেখুন ভিডিওতে: