এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: ছাদ বাগানে যারা শিম চাষ করতে চান তারা শিম গাছের প্রুনিং পদ্ধতি অবলম্বন করতে পারেন। এটি বেশ ফলপ্রুস একটি পদ্ধতি।

বিস্তারিত নিজের অভিজ্ঞতা থেকে এগ্রিকেয়ার২৪.কম এ লিখেছেন, মোহাম্মাদ শাহাদত হোসাইন সিদ্দিকী, সিনিয়র অ্যাসিসটেন্স ডিরেক্টর ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমি, (নাটা) গাজীপুর।

তিনটি শিম গাছের চারা রোপণ করেছিলাম দুমাস আগে। গাছগুলো লিকলিকে হয়ে বেড়ে উঠছিলো। তখন ছাদে মাচাও ছিলো না। তাই একটি গাছের ডালের উপর দিয়েছিলাম।

লিকলিকে গাছগুলো দেখে মন জুড়ালো না। গাছগুলো তুলে পাঁচ লিটার তেলের বোতল কেটে রোপণ করে সবগুলোর মাথা কেটে দিলাম। ঠিক করলাম এদের মাচায় না দিয়ে বরং ঝোপালো রাখা হবে।

আমার উদ্দেশ্যকে আল্লাহপাক পূরণ করেছেন। বর্তমানে টবের গাছে থোকায় থোকায় শিম। প্রুনিং করে ঝার আকারে টবে শিম চাষ আপনারাও করতে পারেন। ধন্যবাদ।