নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: শীতকালে লেয়ার বাচ্চার ব্রুডিং আমাদের দেশের প্রান্তিক খামারিদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। শীতকালে লেয়ার বাচ্চার ব্রুডিংয়ে সমস্যা, সতর্কতা ও করণীয় বিষয়ে জানিয়েছেন রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহা. ইসমাইল হক।

মূলত সঠিকভাবে ব্রুডিং করতে ব্যর্থ হওয়ার কারনে মুরগি মারা যায়। গরমের সময় অনেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলেও শীতে প্রান্তিক খামারিদের জন্য সঠিক ব্রুডিং করা অনেক কঠিন হয়ে যায়।

লেয়িং পিরিয়ডে ভাল ডিম উৎপাদন পেতে শীতকালে লেয়ার পুলেটের জন্য সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা অতীব গুরুত্বপূর্ণ।

এগ্রিকেয়ার/এমএইচ