ভুঁইয়া মো. মাহবুব আলম, এগ্রিকেয়ার২৪.কম: শীতকালে মাছচাষিদের চিন্তার শেষ থাকেনা। পানির গুণাগুণ ঠিক রাখা ও রোগ বালাইয়ের হাত থেকে মাছকে রক্ষা করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই শীতে মাছের রোগ প্রতিরোধে ১৮ করণীয় রয়েছে। যেসব অনুকরণ করলে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়।

শীতে মাছের ক্ষতরোগ, লেজ ও পাখনা পচা রোগ ও ফুলকা পচা রোগ হয়। এসব রোগ প্রতিরোধের জন্য যেসব ব্যবস্থা নেয়া প্রয়োজন তাহলো-

১. পুকুরের পরিবেশ ও পানির গুণাগুণ ঠিক রাখা;

২. জলজ আগাছামুক্ত রাখা;

৩. পুকুরে পর্যাপ্ত সূর্যের আলো পড়ার ব্যবস্থা করা;

৪. অনাকাক্সিক্ষত জলজ প্রাণী অপসারণ করা;

৫. অতিরিক্ত কাদা সরানো;

৬. দুই তিন বছর পর পর পুকুর শুকানো;

৭. নিয়মিত ও পরিমিত চুন প্রয়োগ করা;

৮. মাছের স্বাস্থ্য পরীক্ষা করা;

৯. প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষা করা;

১০. হররা টানা;

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

শীতকালে পুকুরের মাছ ও পানির ১০ সমস্যার সমাধান জানুন

শীতকালে মাছের খাবার, অক্সিজেন ও প্রয়োজনীয় যত্ন জানুন

সিলভার কার্প মাছের রোগের লক্ষণ ও প্রতিকার

মাছের ছত্রাকজনিত রোগের সমাধান

১১. পাখি বসতে না দেয়া;

১২. জাল শোধন করে ব্যবহার করা;

১৩. রোগাক্রান্ত মাছ অপসারণ করা;

১৪. সব সময় ঢেউয়ের ব্যবস্থা রাখা;

১৫. পানি কমে গেলে পানি সরবরাহের ব্যবস্থা করা;

১৬. ভাসমান খাদ্য প্রয়োগ করা;

১৭. পানি বেশি দূষিত হলে পানি পরিবর্তন করা;

১৮. পুকুরে বিভিন্ন স্থানে একটু গভীর বা গর্ত করা যাতে পানি কমে গেলে মাছ সেখানে আশ্রয় নিতে পারে।

শীত ও গ্রীষ্মে প্রতিদিন পুকুরে যেতে হবে। পুকুরের অবস্থা দেখতে হবে। সাত দিন পর পর মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আর মাছ সংক্রান্ত যে কোনো সমস্যা হলে উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এতে খরচ কমে যাবে, লাভ বেশি হবে।

শীতে মাছের রোগ প্রতিরোধে ১৮ করণীয় লিখেছেন মাছচাষি ভুঁইয়া মো. মাহবুব আলম। লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে নেওয়া হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ