নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: যথাযোগ্য মর্যাদায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রোববার (১০ জানুয়ারি ২০২১) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। পরে সেখানে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নিদের্শনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, গবেষনা পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, শরীরচর্চা ও শিক্ষা পরিচালক অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসাইনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

শেকৃবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে বিষয়টি এগ্রিকেয়ার২৪.কমকে নিশ্চিত করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মো. বশিরুল ইসলাম।

এগ্রিকেয়ার/এমএইচ