কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি সপ্তাহে (১০ থেকে ১৭ মার্চ) দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের শিলাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের কৃষি আবহাওয়া তথ্য প্রকাশ করতে গিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (১০ থেকে ১৭ মার্চ) এ সময়ে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

সেইসাথে এ সময়ের দুই একদিন ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, চট্রগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হাল্কা (০৪-১০ মি. মি./প্রতিদিন) থেকে মাঝারি (১১-২২ মি. মি./প্রতিদিন) ধরণের শিলাসহ বৃষ্টি/ বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।