এগ্রিকেয়ার২৪.কম কৃষি আবহাওয়া ডেস্ক: সপ্তাহ জুড়ে (৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল) হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলা ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চলতি সপ্তাহের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারা দেশের অনেক স্থানে হাল্কা (০৪ থেকে ১০ মি.মি) থেকে মাঝারি (১১ থেকে ২২ মি.মি.) ধরণের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এবং দেশের কিছু কিছু স্থানে মাঝারি (২৩ থেকে ৪৩ মি.মি.) ধরণের ভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ শিলা বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশের দিন ও তরাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসৃমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপাসাগরে অবস্থান করছে।

গত সপ্তাহে দেশের দৈনিক উজ্বল সূর্যকিরণ কালের গড় ৬.৫১ ঘণ্টা ছিলো। গত সপ্তাহে দেশের দৈনিক বাষ্পীভবনের গড় ৩.৮২ ছিল।

এ সপ্তাহে দৈনিক উজ্বল সূর‌্যকিরণ কাল ৬.০০ থেকে ৭.৫০ ঘণ্টার মধ্যে থাকতে পারে। আগামী সপ্তাহের বাষ্পীভবনের দৈনিক গড় ৩.৫০ মি.মি. থেকে ৪.৫০ মি.মি. থাকতে পারে। বাংলাদেশ আবহাওযা অধিদফতর কৃষি আবহাওয়া মহাশাখা উপপরিচালক কাওসার পারভীন স্বাক্ষরিত আবহাওয়া বার্তায় এসব তথ্য তুলে ধরা হয়েছে।